• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

রাজনীতি

আ'লীগের বিদ্রোহী প্রার্থী রাশেদকে দল থেকে বহিস্কার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ মে ২০২৩

কক্সবাজার প্রতিনিধি:
১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে। ২৭ মে রাতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী অ্যাডভোকেট এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ দেয়া হয়। পাশাপাশি মাশেদুল হক রাশেদের পক্ষাবলম্বনকারী নেতা-কর্মীদের ও একই পরণতি ভোগ করতে হবে বলে বিজ্ঞপ্তিটিতে জানানো হয়।
বিষয়টি নিয়ে ফরিদুল ইসলাম চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় মাশেদুল হক রাশেদকে বহিস্কার করা হয়েছে।
এই বিষয়ে মাশেদুল হক রাশেদ বলেন, তারা বোকার স্বর্গে বসবাস করছে। বর্তমানে আমি আওয়ামী লীগের সদস্যও নই। তাই এই বিষয়ে কোন মন্তব্য করবো না।
উল্লেখে, মাশেদুল হক রাশেদ কক্সবাজার জেলা আওয়ামী লীগের বিগত কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার পিতা জেলা আওয়ামী লীগের আজীবন সভাপতি একেএম মোজাম্মেল হক ছিলেন কক্সবাজার পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads